প্রেমের কবিতা
- যুবক অনার্য
পাওয়া বলে কিছু নেই শুধু প্রত্যাখ্যান আছে
নীরবে চলে যায় প্রেমিক প্রেমিকাকে উপেক্ষা করে
সমস্ত প্রেম সবটুকু ভালোবাসা
কলংকের কালিমা ছেনে
মিশে যায় দহনের গোপন প্রদেশে
প্রেমের শপথ নিয়ে তবু তুমি আমি
শুধু কেনো লীন হই অথই অনলে
শুধু কেনো নির্জনে দুজনে একা হই
তারপর প্রেম মুছে গেলে
শূন্যতা ছুঁয়ে দেখি
বস্তুত শূন্যতা বলে কিছু নেই
কারণ তুমি আছো সমস্ত শূন্যতা জুড়ে
২৭-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।